গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়সরকারি কর্মচারী হাসপাতালপ্রশাসন-১ শাখাwww.skh.gov.bd
১২ জানুয়ারি ২০২৫
নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্বখাতভুক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিয়ে উল্লিখিত
পদের পাশ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে
দরখাস্ত আহবান করা যাচ্ছে
১- ডায়েটিশিয়ান ৩ , (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে খাদ্য ও পুষ্টি , বিজ্ঞান বিষয়সহ অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ বা সমমানের ডিগ্রী;
২- স্বাস্থ্য শিক্ষাবিদ/ হেলথ্ এডুকেটর অনূর্ধ্ব (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্বাস্থ্য শিক্ষা
বিষয়ে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকবা সমমানের ডিগ্রি;
(খ) কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মাস্টার অব পাবলিক হেলথ বা সমমানের ডিগ্রী
৫-অডিওলজিস্ট অনুর্ধ্ ২ | (ক) কোন স্বীকৃত ইনষ্টিটিউট হইতে অডিওলজি বিষয়ে ৩ (তিন) বৎসর মেয়াদি ডিপ্লোমা; (খ) কোনো স্বীকৃত হাসপাতালে অডিওলজিস্ট হিসাবে অন্যুন ১ (এক) বৎসরের অভিজ্ঞতা।
৬ ফিজিওথেরাপিস্ট অনুূর্ধ্ ১০ | (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কোনো স্বীকৃত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসাবে
অন্যুন ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা।
৭ | অকুপেশনাল থেরাপিন্ট Bot (ক) কোন স্বীকৃত বিশ্বিবিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্মাতক বা সমমানের ডিগ্রী;
(খ) কোনো স্বীকৃত হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে SRP ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা;
৮ স্পীচ এন্ড ল্যাঙুয়েজ থেরাপিস্ট Et ২ | (ক)কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্পীচ এন্ড ল্যাঙুয়েজ
থেরাপি বিষয়ে অন্যুন ০৩ (তিন) বৎসর মেয়াদি ডিপ্লোমাডিগ্রি;
৯ | ডে কেয়ার অফিসার অনুর্ধ্ ২ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণি
গ্রেড-১১ ৩২ বছর বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী; অথবা
(খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণি
বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের
ডিগ্রী; এবং (গ) শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং-এ SA ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা;
(ঘ) কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে।
১০-/ বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজর অনুর্ধ্ ৩ | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন দ্বিতীয়
শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ব্যচেলর অব সাইন্স বা সমমানের ডিগ্রী।
১১ | ই.পি.আই. টেকনিশিয়ান অনুর্ধ্ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্মাতক ডিগ্রি; (খ) কোনো স্বীকৃত হাসপাতালে ই.পি.আই. টেকনিশিয়ান
হিসাবে অন্যুন ০১ (এক) বৎসরের কাজের অভিজ্ঞতা।
১২ | সহকারী লাইব্রেরীয়ান Bot ১ | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রীঃঅথবা
(খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণি
বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রিসহ
গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে
ডিপ্লোমা ডিগ্রি;
১৩ | পরিবার কল্যাণ পরিদর্শিকা EEC] (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি;
১৪ | ও.টি. টেকনিশিয়ান অনূর্ধ্ব ১২ | (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যুন জিপিএ ২.৫০ এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কোনো স্বীকৃত হাসপাতালে ওটি টেকনিশিয়ান হিসাবে
অন্যুন ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা;
১৫ | ই.সি.জি. টেকনিশিয়ান অনূর্ধ্ব ৫ | (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যুন জিপিএ ২.৫০ এ উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কোনো স্বীকৃত হাসপাতালে ইসিজি টেকনিশিয়ান হিসাবে অন্যুন ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা;
১৬ | ইকো টেকনিশিয়ান ৬ | (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যুন জিপিএ ২.৫০ এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কোনো স্বীকৃত হাসপাতালে ইকো টেকনিশিয়ান
হিসাবে SH ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা;
১৭ | ই.টি.টি. টেকনিশিয়ান অনুর্ধ্ ৬ | (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যুন জিপিএ ২.৫০ এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কোনো স্বীকৃত হাসপাতালে ই.টি.টি.
টেকনিশিয়ান হিসাবে অন্যুন ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা;
(গ) কম্পিউটার MS Office এ কাজ করিবার দক্ষতা।




0 মন্তব্যসমূহ