Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

Sorkari Kormochari Hospital Job Circular 2025




SKH Job Circular 2025- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্বিক তত্তাবধানে পরিচালিত  সরকারি কর্মচারী হাসপাতালের শূন্য-পদসমূহে সরাসরি জনবল  নিয়োগ বিজ্ঞপ্তি*প্রকাশ।  সরকারি*কর্মচারী হাসপাতাল* ৩৬ টি পদে মোট ১৯১ জনকে- নিয়োগ দেবে। অনলাইনে আবেদন করতে পারবেন।-সকল জেলার- প্রার্থীরা আবেদন করতে পারবেন।- সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 
জনপ্রশাসন মন্ত্রণালয়
সরকারি কর্মচারী হাসপাতাল
প্রশাসন-১ শাখা
www.skh.gov.bd 

 

১২ জানুয়ারি ২০২৫
নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্বখাতভুক্ত  পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিয়ে উল্লিখিত
পদের পাশ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে
দরখাস্ত আহবান করা যাচ্ছে

১- ডায়েটিশিয়ান  ৩ , (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে খাদ্য ও পুষ্টি  , বিজ্ঞান বিষয়সহ অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ  বা সমমানের ডিগ্রী;

২- স্বাস্থ্য শিক্ষাবিদ/ হেলথ্‌ এডুকেটর অনূর্ধ্ব (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্বাস্থ্য শিক্ষা
 বিষয়ে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকবা সমমানের ডিগ্রি;

(খ) কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মাস্টার অব পাবলিক হেলথ বা সমমানের ডিগ্রী

৩- এ্যানেসথেটিস্ট অনূর্ধ্ব ২ | (ক) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি; 

৪- অর্থোটিস্ট Bet ২ | (ক) কোন স্বীকৃত ইনষ্টিটিউট হইতে অর্থোটিস্ট বিষয়ে অন্যুন ০৩ (তিন) বৎসর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি; (খ) বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত;

৫-অডিওলজিস্ট অনুর্ধ্ ২ | (ক) কোন স্বীকৃত ইনষ্টিটিউট হইতে অডিওলজি বিষয়ে ৩ (তিন) বৎসর মেয়াদি ডিপ্লোমা; (খ) কোনো স্বীকৃত হাসপাতালে অডিওলজিস্ট হিসাবে অন্যুন ১ (এক) বৎসরের অভিজ্ঞতা।

৬  ফিজিওথেরাপিস্ট অনুূর্ধ্ ১০ | (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কোনো স্বীকৃত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসাবে
অন্যুন ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা।

৭ | অকুপেশনাল থেরাপিন্ট Bot (ক) কোন স্বীকৃত বিশ্বিবিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্মাতক বা সমমানের ডিগ্রী;
  (খ) কোনো স্বীকৃত হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে SRP ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা;

৮ স্পীচ এন্ড ল্যাঙুয়েজ থেরাপিস্ট Et ২ | (ক)কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্পীচ এন্ড ল্যাঙুয়েজ
থেরাপি বিষয়ে অন্যুন ০৩ (তিন) বৎসর মেয়াদি ডিপ্লোমাডিগ্রি;



৯ | ডে কেয়ার অফিসার অনুর্ধ্ ২ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণি
গ্রেড-১১  ৩২ বছর বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী; অথবা
(খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণি
বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের
ডিগ্রী; এবং (গ) শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং-এ SA ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা;

(ঘ) কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে।

১০-/ বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজর অনুর্ধ্ ৩ | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন দ্বিতীয়
 শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ব্যচেলর অব সাইন্স বা সমমানের ডিগ্রী।

১১ | ই.পি.আই. টেকনিশিয়ান অনুর্ধ্ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্মাতক ডিগ্রি; (খ) কোনো স্বীকৃত হাসপাতালে ই.পি.আই. টেকনিশিয়ান
হিসাবে অন্যুন ০১ (এক) বৎসরের কাজের অভিজ্ঞতা।

১২ | সহকারী লাইব্রেরীয়ান Bot ১ | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রীঃঅথবা
(খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণি
বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রিসহ
গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে
ডিপ্লোমা ডিগ্রি;


১৩ | পরিবার কল্যাণ পরিদর্শিকা EEC] (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি;

১৪ | ও.টি. টেকনিশিয়ান অনূর্ধ্ব ১২ | (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যুন জিপিএ ২.৫০ এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কোনো স্বীকৃত হাসপাতালে ওটি টেকনিশিয়ান হিসাবে
অন্যুন ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা;

১৫ | ই.সি.জি. টেকনিশিয়ান অনূর্ধ্ব ৫ | (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যুন জিপিএ ২.৫০ এ উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কোনো স্বীকৃত হাসপাতালে ইসিজি টেকনিশিয়ান হিসাবে অন্যুন ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা;

১৬ | ইকো টেকনিশিয়ান ৬ | (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যুন জিপিএ ২.৫০ এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কোনো স্বীকৃত হাসপাতালে ইকো টেকনিশিয়ান
হিসাবে SH ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা;

১৭ | ই.টি.টি. টেকনিশিয়ান অনুর্ধ্ ৬ | (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যুন জিপিএ ২.৫০ এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কোনো স্বীকৃত হাসপাতালে ই.টি.টি.
টেকনিশিয়ান হিসাবে অন্যুন ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা;

(গ) কম্পিউটার MS Office এ কাজ করিবার দক্ষতা।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ