Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড

(বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর একটি অঙ্গ প্রতিষ্ঠান)
৫৮-৫৯, আগ্রাবাদ বা/এ, চট্টগ্রাম, স্মারক নম্বর: ২৮.23.0000.501.04.069.24-840

নিয়োগ বিজ্ঞপ্তি

তারিখ: ৩১-১২-২০২৪

দেশের খ্যাতনামা পেট্রোলিয়াম পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর নিম্নোক্ত শূন্য পদসমূহে নিয়োগের জন্য প্রত্যেক পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে:

পদের নাম, গ্রেড ও বেতন স্কেল

 

ক্রমঃ 1- অফিস এ্যাসিষ্ট্যান্ট-১, গ্রেড:( সি এস-১)  বেতন স্কেল: 

ক্রমঃ 2- অফিস এ্যাসিষ্ট্যান্ট-কাম-টাইপিষ্ট-১/ টাইপিষ্ট গ্রেড: সি এস-১
বেতন স্কেল: ৯300-9770----22490

ক্রমঃ 3- টেলিফোন অপারেটর-কাম-রিসেপশনিষ্ট-১ গ্রেড: সি এস-১
বেতন স্কেল: ৯300-9770----22490

ক্রমঃ 4.-কম্পাউন্ডার/ফার্মাসিষ্ট-১ গ্রেড: সি এস-১ ,বেতন স্কেল: 9300-9770----22490

ক্রমঃ 5-পাম্প অপারেটর-১ গ্রেড: এল এস-২,বেতন স্কেল: 9300-9770----22490

ক্রমঃ ৬- ইলেকট্রিশিয়ান-১, গ্রেড: এল এস-২, বেতন স্কেল: 9300-9770----22490

ক্রমঃ ৭- ড্রাইভার-১, গ্রেড: এল এস-২, বেতন স্কেল: 9300-9770----22490

ক্রমঃ৮-  অদক্ষ শ্রমিক/হেলপার, গ্রেড: এল এস-১, বেতন স্কেল: 8250-8670----20010

ক্রমঃ৯-  পিয়ন, গ্রেড: এল এস-১, বেতন স্কেল: 8250-8670----20010



Govt Job Circular

Apply Now



 পদের বয়স সংখ্যা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্নাতক পাশ বা সমমান। অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাশ। কম্পিউটার এর উপর প্রশিক্ষণ প্রাপ্ত ।


স্মাতক পাশ বা সমমান। অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাশ। কম্পিউটারে টাইপিং-এ গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজীতে ৩০ শব্দ থাকতে হবে।
 ন্যূনতম এইচএসসি পাশ বা সমমান।

পিএবিএক্স বোর্ড পরিচালনায় ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।

ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রীধারী অথবা স্নাতক পাশ বা সমমান এবং কম্পাউন্ডার/ ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী থাকা বাধ্যতামূলক।

 এসএসসি পাশ বা সমমান। পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানিতে অস্থায়ী (জিই-০১) হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

এসএসসি পাশ বা সমমান। পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানিতে অস্থায়ী (জিই-০১) হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে এ/বি/সি লাইসেন্সধারী হতে হবে ।

এসএসসি পাশ বা সমমান এবং ড্রাইভিং লাইসেন্সধারী। পাঁচ বছরের গাড়ী চালনার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অস্থায়ী (জিই-০১) ড্রাইভার হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

এসএসসি পাশ বা সমমান। অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণি 
এসএসসি পাশ বা সমমান। অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণি পাশ।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ