Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

 কিভাবে পড়লে সরকারি চাকরি পাওয়া সহজ হবে । কার্যকরী

কিভাবে পড়লে সরকারি চাকরি পাওয়া সহজ হবে এ প্রশ্ন আজ সার্বজনীন। বেশিরভাগ চাকুরী প্রত্যাশী মনে করেন যে টাকার জোড় বা মামুর জোড় না থালে সরকারি চাকরি পাওয়া যায়না। কথাটা সত্য তবে যাদের কোনো যোগ্যতা নেই তাদের জন্য। যাদের যোগ্যতা আছে তাদের সরকারি চাকরি পেতে কোনো টাকার জোড় বা মামুর জোড় লাগেনা। এখন প্রশ্ন হলো যোগ্যতা কি বা যোগ্যতা বলতে কি বুঝায় বা কিভাবে নিজেকে যোগ্য করে গড়ে তোলা যায়?

Job Circular
     New Job Circular
চাকরির পরীক্ষায় ভালো করার উপায় ৭ টি কার্যকরি টিপ

কিভাবে পড়লে সরকারি চাকরি পাওয়া সহজ হবে কিংবা সরকারি চাকুরি পাওয়ার জন্য কিভাবে পড়বেন আজকের এই আলোচনায় আমরা তা তুলে ধরার চেষ্টা করবো।পাশাপাশি কিভাবে নিজেকে সরকারি চাকরি পাওয়ার যোগ্য করে গড়ে তুলবেন সেই বিষয়েও থাকবে কিছু কার্যকরী পরামর্শ।

সরকারি চাকরি পেতে হলে অবশই আপনা্র যথাযথ যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা গুলো হলো শারিরিক যোগ্যতা, মানসিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা। শারীরিকভাবে সুস্থ্য, মানসিকভাবে ভারসাম্যপূর্ণ এবং উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই কেবল আপনি সরকারি চাকুরির জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীতে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং শারীরিক পরিক্ষার মাধ্যমে যোগ্য মনে হলেই কেবল আপনি সরকারি চাকরি পেতে পারেন।

শুধু সরকারি নয় বেসরকারি চাকর, ব্যাঙ্কের চাকরি, এনজিও চাকরি, সামরিকবাহিনী চাকরি এবং অন্যান্য চাকরির জন্য নিজেকে যোগ্যরুপে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় এবং কার্যকরী কিছু টিপস এখানে শেয়ার করা হলো। আপনি যদি চাকরি প্রত্যাশী হন তাসাপ্তাহিক চাকরির খবর পত্রিকা আপনার জন্য খুবই প্রয়োজনীয়। নিয়মিত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা অনলাইনে পড়তে ভিজিট করতে পারেন চাকরি ডট কম জব সাইটে।

শিক্ষাগত যোগ্যতা কিভাবে বাড়াবেন
শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। ভালো ফলাফল করতে হলে অবশ্যই মনোযোগ সহকারে পড়াশুনা করতে হবে। পড়াশোনায় মনোযোগ বাড়ানোর উপায় গুলো দেখে নিয়ে তা অনুসরণ করতে পারেন। একাডেমিক জীবন শেষ হওয়ার আগেই শুরু করে দিন সরকারি চাকরির জন্য প্রস্তুতি।

সরকারি চাকরি পাওয়ার জন্য অনার্সে পড়া অবস্থায়ই চাকুরির প্রস্তুতি শুরু করতে হয় । অনেকেই পড়াশোনা শেষ করে চাকুরির জন্য প্রস্তুতি নিতে শুরু করে যা তাকে হতাশায় ডুবিয়ে দেয়। সেশনজট, সময় মত পরীক্ষা না হওয়া ইত্যাদি কারনে শিক্ষাজীবন শেষ হতে চাকুরির বয়স পেরিয়ে যায় তখন বয়স নিয়ে চিন্তা করে অনেকেই পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে। তাছাড়া সুদীর্ঘ সময় ধরে পড়াশোনার কারনে চাকরির পড়াশোনায় অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে অনিহা দেখা দেয় তাই সময় থাকতে নিজেকে প্রস্তুত করুন সরকারি চাকরির জন্য।

কিভাবে নিজেকে চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত করবেন?


সরকারি চাকুরি পাওয়ার জন্য কিভাবে পড়বেন?
সরকারি চাকরির জন্য নিজেকে যোগ্যরুপে গড়ে তুলতে পড়াশুনার কোনো বিকল্প নাই। আপনি যদি চাকরির জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারেন তাহলে চাকুরি আপনাকে খুজবে । মূল কথা হলো সরকারি চাকুরীর পরীক্ষায় যে সকল বিষয়ে প্রশ্ন হয় আপনাকে সেই সকল বিষয়ের উপর পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে ।



বর্তমানে সরকারি চাকরি যেন সোনার হরিণ সহজে ধরা দিতে চায়না। সরকারি চাকরির প্রতযোগিতা অনেক বেশি। একটিমাত্র পদের জন্য হাজার হাজার প্রার্থী প্রতিযোগিতা করে থাকে। প্রতিযোগিতায় টিকতে হলে আপনাকে অবশ্যই সর্বোচ্চ যোগ্যতার অধিকারী হতে হবে। সাধারণত প্রতিযোগিতা মূলক পরীক্ষার কোনো সিলেবাস থাকে না, তবে যে Topic গুলো থেকে সাধারণত বেশি প্রশ্ন আসে সেই বিষয় গুলো এখানে বিস্তারিত তুলে ধরা হলো।

কিভাবে পড়লে সরকারি চাকরি পাওয়া সহজ হবে বাংলা বিষয়ের প্রস্তুতি
সরকারি চাকুরিতে সাধারনত বাংলা, ইংরেজী,অংক এবং সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে। বাংলা বিষয় থেকে ব্যাকরণ ও সাহিত্য,ইরেজি বিষয় থেকে গ্রামার ও অন্যান্য , গণিত বিষয় থেকে বীজ গ্ণিত, পাটি গণিত ও জ্যামিতি , সাধারণ জ্ঞান বিষয় থেকে বাংলাদেশ , আর্ন্তজাতিক, খেলাধুলা ও ইতিহাস বিষয়ে প্রশ্ন করা হয়। এখানে উল্লেখিত বিষয় গুলো ভালো ভাবে আয়ত্ব করলেই আপনার প্রস্তুতি নেওয়া হয়ে যাবে এবং সরকারি চাকুরির জন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরিক্ষায় ভালো করতে পারবেন।

বাংলা ব্যাকরণের প্রস্তুতি
সরকারি চাকুরির পরীক্ষায় ৮ম ও নবম শ্রেনীর সিলেবাসকে বেশি গুরুত্ব দেয়া হয়ে থাকে । তাই বাংলার ক্ষেত্রে ৮ম ও ৯ম শ্রেণির ব্যাকরণ বোর্ড বইটা ভালো করে পড়তে হবে। সমাস, সন্ধি, কারক ও বিভক্তি, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ এই গুলো থেকে প্রশ্ন আসবেই কোনো মিস হবেনা। বোর্ডে যে যে প্রশ্ন ব্যাকরণ থেকে এসেছে সেই গুলো পড়তে হবে পুরোপুরি সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ অংশের সমাধান দেওয়া থাকে সেগুলো ও আয়ত্ব করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ